নিজস্ব সংবাদদাতাঃ প্রতিশ্রুতি মতো তামিলনাড়ুতে বুধবার ভিডিও কনফারিন্সিং-এর মাধ্যমে ১১টি সরকারি কলেজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, '২০১৪ সালে আমাদের দেশে ৩৮৭টি মেডিকেল কলেজ ছিল। গত সাত বছরেই এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯৬টি। ২০১৪ সালের আগে দেশে মাত্র সাতটি এইমস ছিল তবে এখন অনুমোদিত এইমসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২। ভারতে চিকিৎসা পর্যটনের জন্য একটি কেন্দ্র হওয়া দরকার এবং আমি চিকিৎসা সম্প্রদায়কে টেলিমেডিসিনের দিকেও নজর দেওয়ার আহ্বান জানাচ্ছি।'