নিজস্ব সংবাদদাতাঃ
পঞ্জাবে প্রধানমন্ত্রীর কনভয়কাণ্ড নিয়ে আরও এক ধাপ এগোল দেশের শীর্ষ আদালত। চলতি মাসের গত ৫ই জানুয়ারি পঞ্জাব সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা ভঙ্গ ইস্যুতে চার সদস্যের প্যানেল তৈরি করেছিল সুপ্রিম কোর্ট। আর সেই প্যানেলের নেতৃত্ব দেওয়া হল প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রাকে। জানা গিয়েছে, বুধবার প্রধান বিচারপতি এনভি রমনার নেতৃত্বাধীন একটি বেঞ্চ এই আদেশ দিয়েছে। বিশেষ এই প্যানেলটি প্রধানমন্ত্রী মোদীর পঞ্জাব সফরের সময় নিরাপত্তার ত্রুটির তদন্ত করবে। এটি স্বাধীন কমিটি হবে, এর রিপোর্ট জমা পড়বে সুপ্রিম কোর্টের কাছে।