দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডুঁয়া ১০/১ গ্রাম পঞ্চায়েতে অধীন কালুয়া এলাকায় বেশ কয়েকটি পরিবারকে বয়কটের মুখে পড়তে হয়েছে। যেখানে শাসক দলের প্রধান ও উপপ্রধানের নাম জড়িয়েছে আর এই মর্মে ওই পরিবারগুলি থানা এবং বিডিওকে লিখিত অভিযোগও জানিয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি বলে অভিযোগ। এলাকার বাসিন্দা নারান গাঁতাইত ও বাদল গাঁতাইতের অভিযোগ, 'রাস্তা সম্প্রসারনের জন্য জায়গা চাওয়া হয়েছিল। আর সেই রাস্তা না দেওয়ার আমাদের গ্রামের ৭-৮ টি পরিবারকে বয়কট করেছে। চাষবাস,মন্দিরে পুজো দেওয়া,ধান ভাঙানো বন্ধ। এই নিয়ে ডেবরার বিডিও ও ডেবরা থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। তাতেও কোনো লাভ হয়নি।'