নিজস্ব সংবাদদাতা: : ওমিক্রন ভ্যারিয়েন্ট উদ্বেগজনক হিসেবে চিহ্নিত হওয়ার পর থেকে বিশ্বের একাধিক দেশে হু হু করে ছড়িয়েছে সংক্রমণ। বর্তমানে ব্রিটেন ও আমেরিকাতেও ওমিক্রনের সংক্রমণ একেবারে শীর্ষে পৌঁছেছে। তবে এবার ক্রমশ নীচের দিকে নামবে সংক্রমণের সেই গ্রাফ। এমনটাই ইঙ্গিত দিচ্ছেন বিশেষজ্ঞরা। অধ্যাপক আলি মোকদাদ জানিয়েছেন, যতটা তীব্র গতিতে ওমিক্রনের সংক্রমণ ওপরের দিকে উঠেছে, সেই গতিতেই নীচের দিকে নামবে।কারণ হিসেবে গবেষকরা জানাচ্ছেন, এত বেশি মানুষকে সংক্রমিত করেছে ওমিক্রন ভ্যারিয়েন্ট যে, মানুষের শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে। ফলে নতুন সংক্রমণের সম্ভাবনা কমছে। সেই সঙ্গে বিশেষজ্ঞরাও এ কথাও জানিয়েছেন যে, ওমিক্রনের দাপট কমলেও করোনা সংক্রমণ নতুন করে কোন দিকে মোড় নেবে, তা এখনই বলা কঠিন।