নিজস্ব সংবাদদাতাঃ আম্পায়ারের সঙ্গে বিরাট কোহলির তর্ক করার চেনা ছবি ফিরল কেপ টাউনে। যদিও এবার সঙ্গত কারণেই ভারত অধিনায়ককে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে দেখা যায়। টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই চোখে পড়ে এমন ঘটনা। দক্ষিণ আফ্রিকা ইনিংসের ১২তম ওভারে মহম্মদ শামিকে ফলো-থ্রুয়ে পিচের ডেঞ্জার জোনে পা দেওয়ার জন্য সতর্ক করেন আম্পায়ার এরাসমাস। যদিও টেলিভিশন রিপ্লে'তে দেখা যায় ভারতীয় পেসার মোটেও ডেঞ্জার জোনে ঢুকে পড়েননি। কোহলিকে তৎক্ষণাৎ আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়তে দেখা যায়। কেননা, এমন ঘটনার পুনরাবৃত্তি হলে শামিকে ছাড়াই বল করতে হবে ভারতীয় দলকে। তাছাড়া অহেতুক এমন সতর্ক বার্তা শামিকে স্বাভাবিক ছন্দে বল করা থেকেও বিরত করতে পারে। এরাসমাস ভারত অধিনায়ককে বোঝানোর চেষ্টা করেন। যদিও কোহলিকে মোটেও খুশি দেখায়নি আম্পায়ারের সিদ্ধান্তে। একা কোহলিকেই নয়, বরং ভারতীয় দলের অনেককেই আম্পায়ারের এমন সিদ্ধান্তে অখুশি দেখায়।