ধর্মসংসদ কাণ্ডে নয়া মোড়!

author-image
Harmeet
New Update
ধর্মসংসদ কাণ্ডে নয়া মোড়!

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরাখণ্ডের হরিদ্বারে ধর্ম সংসদের সভায় সংখ্যালঘুদের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলা হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই মামলায় বুধবার উত্তরাখণ্ড সরকারকে নোটিস দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এনভি রামণ, বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি হিমা কোহলির ডিভিশন বেঞ্চে ছিল এই মামলার শুনানি। সাংবাদিক কুরবান আলি ও পাটনা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অঞ্জনা প্রকাশের করা মামলার শুনানি ছিল বুধবার। মামলাকারীদের পক্ষে এদিন সওয়াল করেন আইনজীবী কপিল সিবল। সিবল জানান, গত ১৭ থেকে ১৯ ডিসেম্বর হরিদ্বারের ধর্ম সংসদের সভায় যা ঘটেছিল, তার বিরুদ্ধেই এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। শুধু উত্তরাখণ্ড সরকার নয়, কেন্দ্রীয় সরকারকেও এই ইস্যুতে নোটিস দেওয়া উচিৎ বলে মন্তব্য করেন তিনি। কপিল সিবল আদালতে বলেন, এই মামলায় যদি এখনই কোনও ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে অন্যান্য জায়গাতেও এই সব ধর্ম সভা হবে। যে সব রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন, সেখানেও এই সভা হতে চলেছে বলে উল্লেখ করেন সিবল। তাঁর দাবি, এই ঘটনায় কারও বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে সমাজের ওপর কু প্রভাব পড়বে।