নিজস্ব সংবাদদাতা : "সব জায়গায় বাজার বন্ধ আর মেলা হচ্ছে। কীভাবে হচ্ছে গঙ্গাসাগর মেলা?" প্রশ্ন তুললেন বাম নেতা সুজন চক্রবর্তী। আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপালের সমালোচনাতেও মুখর হন তিনি। বলেন, "রাজ্যপালের ঘন ঘন ট্যুইট করা উচিত নয়।" রাজ্যকে নিশানা করে বলেন , "রাজ্যপাল ডাকলে যাওয়া উচিত।" একই সঙ্গে বিবকানন্দকে নিয়ে রাজনীতি হচ্ছে বলেও সরব হলেন সুজন। যুব দিবসে তিনি জানান, তৃণমূল ও বিজেপি দুই দলই বিবেকানন্দকে রাজনীতি করছে। গঙ্গাসাগর মেলা নিয়ে চুপ।"