নিজস্ব সংবাদদাতাঃ
বুধবার স্বামী বিবেকানন্দর ১৬০ তম জন্মবার্ষিকী। বুধবার দেশের প্রধানমন্ত্রী ২৫ তম যুব উৎসবে প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন। তিনি বলেন, 'গোটা বিশ্ব ভারতকে এক ভরসার দৃষ্টিতে দেখে। দেশের প্রাচীনত্বের মধ্যেও নবীনের ভাবনা রয়েছে। দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। ভারতীয় দর্শনে পরিবর্তনের অঙ্গীকার রয়েছে। তরুণরাই দেশে পরিবর্তন আনবেন। স্বামীজির স্বপ্ন সফল করতে একসঙ্গে কাজ করতে হবে। পুদুচেরিতে MSME টেকনিক্যাল সেন্টার গড়ে তোলা হয়েছে। আর এর মাধ্যমে তরুণ প্রতিভা উঠে আসবে।'