নিজস্ব সংবাদদাতা:ফের কোভিড বিধি অমান্যের অভিযোগ উঠল দিলীপ ঘোষের বিরুদ্ধে। আজ সকালে পশ্চিম বর্ধমানের আসানসোল পুরসভার ৫৭ নম্বর ওয়ার্ডে বড়তোড়িয়া গ্রামে চায়ে পে চর্চায় যোগ দেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। তাঁর সঙ্গে ছিলেন ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী। কিন্তু দিলীপ ঘোষ যখন যাচ্ছেন, তখন ভিড় জমে যায়। কার্যত মিছিলের চেহারা নেয় সেই ভিড়। বিধি অমান্যর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।