ষাঁড়ের আতঙ্কে রাতের ঘুম উড়েছে চন্দ্রকোনার মল্লেশ্বর পুর এলাকার বাসিন্দাদের

author-image
Harmeet
New Update
ষাঁড়ের আতঙ্কে রাতের ঘুম উড়েছে চন্দ্রকোনার মল্লেশ্বর পুর এলাকার বাসিন্দাদের



দিগবিজয় মাহালী, চন্দ্রকোনা: ষাঁড়ের আতঙ্কে রাতের ঘুম উড়েছে চন্দ্রকোনার মল্লেশ্বর পুর এলাকার বাসিন্দাদের।জানা যায় বেশ কিছুদিন ধরে চন্দ্রকোনা থানার মল্লেশ্বর পুর এলাকার পড়াইমা, ভেলাই বনিতে দাপিয়ে বেড়াচ্ছে একটি ষাঁড় । যার জেরে গ্রামবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। দিনের পর দিন ঐ এলাকায় তান্ডব চালাচ্ছে এই ষাঁড়টি। গ্রামবাসীরা শত চেষ্টা করলেও বিফল হয়ে যায়।

 ষাঁড় তাড়াতে বোম থেকে শুরু করে হুলা কোনো কিছুই খামতি রাখেননি তারা। তবুও গ্রাম ছাড়া হচ্ছেনা এই ষাঁড়। ষাঁড়ের গতিপথ পরিবর্তন করার জন্য গ্রামের একাধিক জায়গায় দেওয়া হয়েছে বাঁশের বেড়া। ষাঁড়ের তান্ডবে বাড়ি থেকে বের হতে পারছে না ঐ এলাকার শতাধিক মানুষ জন।  ষাঁড়টি ঐ এলাকার জন আষ্টেক ব্যক্তিকে আহত করেছে। কারো হাত, কারো বা পা, কেউ বা ড্রেনে কেউ বা রাস্তার একাধিক বার ঐ ষাঁড়ের তান্ডবে গুরুতর আহত হয়েছেন। পরে ওই এলাকার মানুষেরা ষাঁড়ের তান্ডব সহ্য না করতে পেরে বাড়ির ছাদে রান্নাবান্না খাওয়া-দাওয়া সবই করছেন। পরে প্রশাসনের কাছে দ্রুত আর্জি জানিয়েছেন যাতে করে ঐ ষাঁড়টিকে যত দ্রুত সম্ভব ওই এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।