নিজস্ব প্রতিনিধি-‘উরি দ্যা সার্জিক্যাল স্ট্রাইক’ ছবির আজ তিন বছর পূর্ণ হলো। এই ছবিতেই অসাধারন অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন অভিনেতা ভিকি। আজ তার তিন বছর হলো সেই উপলক্ষেই ইনস্টাগ্রামে লিখলেন, ‘চিরকাল কৃতজ্ঞ থাকব'। সেই সঙ্গে ইয়ামি গৌতম ও লেখেন, অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে। ২০১৬ সালের উরি অ্যাটাকের ঘটনাকে কেন্দ্র করেই আদিত্য ধরের এই ছবি নানা ভাবেই প্রশংসা পেয়েছিল।