আলিপুরদুয়ার জেলা প্রশাসনের বড়সড় সাফল্য

author-image
Harmeet
New Update
আলিপুরদুয়ার জেলা প্রশাসনের বড়সড় সাফল্য

সুদীপ ব্যানার্জী,আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ার জেলা প্রশাসনের বড়সড় সাফল্য। সোমবার অবৈধ বালির ট্রাক এবং ট্রাক্টর বাজেয়াপ্ত করলো জেলাশাসক। জেলার দুই ব্লকের বীরপাড়া ও কুমারগ্রাম দুয়ারে জেলাশাসক এবং পুলিশ সুপারের যৌথ নেতৃত্বে এই অভিযান চালানো হয়। 




এই অভিযানে মাদারিহাট ব্লকের বান্দাপানি, জয়গাঁওতে বেশ কিছু জমি ও মোটর যান সহ মোট ১৯টি ট্রাক/ডাম্পার, ৫টি ট্রাক্টর এবং ৩টি জেসিবি ট্রাক্টর বাজেয়াপ্ত করা হয়।