নিজস্ব সংবাদদাতা : নতুন ১১টি সরকারি মেডিক্যাল কলেজ ও চেন্নাইয়ের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্ল্যাসিক্যাল তামিলের নতুন ক্যাম্পাসের উদ্ধোধন ১২ জানুয়ারি, বুধবার। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলেজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোট ৪০০০ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠেছে সরকারি মেডিক্যাল কলেজ ও ক্যাম্পাসগুলি। এর মধ্যে ২১৪৫ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। বাকি টাকা দিয়েছে তামিলনাড়ু সরকার। গত সাত বছরে এমবিবিএস আসন বেড়েছে ৭৯.৬ শতাংশ, পিজি আসন ৮০.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং দেশে মোট মেডিকেল আসনের সংখ্যা ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মেডিকেল কলেজের সংখ্যা ৩৮৭ থেকে বেড়ে ৫৯৬ হয়েছে।