নিজস্ব সংবাদদাতা : পুরভোট পিছিয়ে দেওয়া নিয়ে আজকের মতো শুনানি শেষ। করোনা বাড়ছে তাই পুরভোট বন্ধ করার আবেদনে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য, "গঙ্গাসাগর পিছোতে পারে না। কিন্তু ভোট তো পিছোতে পারে?" "রাজ্যে কোনো লকডাউন বা নিষেধাজ্ঞা নেই তাহলে কেন পুরভোট বন্ধ হবে?" পাল্টা সওয়াল রাজ্য নির্বাচন কমিশনের। রাজ্যের তরফে সংশোধিত গাইড লাইন দেওয়া হয়েছে বলেও জবাবে জানিয়েছে কমিশন। এদিকে চার পুর এলাকায় কতজন সংক্রমিত, কটা কনটেনমেন্ট জোন রয়েছে, পুরভোট করানোর পরিকাঠামো আছে কিনা তা রাজ্যকে জানানোর জন্য নির্দেশ দিয়েছে আদালত। পরবর্তী শুনানি বৃহস্পতিবার।