নিজস্ব সংবাদদাতা : স্কুল সার্ভস কমিশনের চেয়ারম্যান শুভঙ্কর সরকারকে পদ থেকে অপসারণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শিক্ষা দফতরকে অপসারণের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে আদালত। চেয়ারম্যানের যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে এসএসসি নিয়োগের শুনানিতে। এতে ক্ষুব্ধ আদালত এমনই সিদ্ধান্ত নিয়েছে। চেয়ারম্যানকে ভুলের মাশুল দিতে হবে পদত্যাগের মাধ্যমে।এসএলএসটি নবম-দশম শ্রেণির নিয়োগে ভুলের দায়েই এই নির্দেশ। তবে শুধু চেয়ারম্যান পদ থেকে অপসারণই নয়, ২০ হাজার টাকা জরিমানাও ধার্য করা হয়েছে। এমএমএসে কীভাবে ৩ দিন আগে কাউন্সিলিংয়ের বার্তা গেল তা নিয়ে উঠছে প্রশ্ন। কেন মেল বা স্পিড পোস্ট করা হয়নি নিয়োগের সুপারিশ পত্র, এ নিয়েই ক্ষুব্ধ আদালত। প্রশ্নের উত্তর জানতে চেয়েছে সিঙ্গল বেঞ্চ। মামলাকারীকে কাউন্সিলিংয়ের সুযোগ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে আদালত। কোন ধরণের চেয়ারম্যান? প্রশ্ন তুলেছে হাইকোর্ট।