দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ টিকার অপ্রতুলতার কারণে চরম বিশৃঙ্খলার সৃষ্টি টিকাকরণ কেন্দ্রগুলিতে। কোথাও টিকা নিতে গিয়ে বচসা আবার কোথাও সকাল থেকে লাইনে দাঁড়িয়েও ফিরে যেতে হচ্ছে টিকা না পেয়ে। সোমবার এমনই দুই চিত্র দেখা গেলো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ ব্লকের চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল টিকাকরণ কেন্দ্রে। এইদিন সকাল সকাল হাসপাতালে শতাধিক মানুষ ছুটে যায় টিকা নেওয়ার জন্য। কিন্তু টিকাকরণ কেন্দ্রে মাইকিং করে জানানো হয়, টিকার অভাব রয়েছে, ওই কেন্দ্রে মাত্র ৪০টি টিকা রয়েছে। ওই কেন্দ্রের এমন ঘোষণায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে। ক্ষোভে ফেটে পড়ে লাইনে থাকা শতাধিক মানুষ। বিশৃঙ্খলার খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় চন্দ্রকোনা থানার পুলিশ। পুলিশ বোঝানোর চেষ্টা করলে তাদের সাথে বচসা শুরু হয়ে যায়। পরে অবশ্য পুলিশ পরিস্থিতি সামাল দেয়।একই চিত্র চন্দ্রকোনা ১ ব্লকের ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালের টিকাকরণ কেন্দ্রে। ওই টিকাকরণ কেন্দ্রে টিকা নিতে আসা মানুষদের অভিযোগ, প্রতিনিয়ত টিকা নিতে গিয়ে চরম হয়রানির শিকার হতে হচ্ছে। আগাম কোনও বার্তা না দিয়ে খালি টিকাকরণ কেন্দ্রে গিয়ে শুনতে হচ্ছে আজ টিকা নেই,আজ দেওয়া হবে না ।