নিজস্ব সংবাদদাতা: করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে স্থগিত করে দেওয়া হলো হাওড়ার ঐতিহ্যবাহী শরৎমেলা। উলুবেড়িয়ার দেউলটির সামতাবেড়িয়ায় রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। জীবনের শেষ কয়েক বছর এই বাড়িতেই থাকতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। প্রতি বছর এই বাড়ির কাছের মাঠে জানুয়ারি মাসে বসে মেলা। বহু মানুষের সমাগম হয় এই মেলায়। এ বছর এই মেলার ৫০ তম বর্ষ। মেলার প্রস্তুতি এগিয়ে গিয়েছিল অনেকটাই। বাঁধা হয়েছিল প্যান্ডেলের বাঁশও। কিন্তু করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এই মেলা স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে মেলা কমিটি। আমতার বিধায়ক সুকান্ত পাল জানিয়েছেন, ‘এই মেলা ঐতিহ্যবাহী। এর সঙ্গে মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। কিন্তু এখন পরিস্থিতি মেলা করার উপযুক্ত নয়। তাই আমরা মেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী দিনে ৫০ তম মেলার আয়োজন করা হবে।’