নিজস্ব সংবাদদাতাঃ করোনার তৃতীয় ঢেউয়ের জেরে শিশুদের টিকাকরণ দোলাচলে। কিছু বেসরকারি হাসপাতাল, প্রশাসকমণ্ডলী এবং শিক্ষক- শিক্ষিকাদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, প্রথম কয়েকদিনে বাচ্চাদের টিকাকরণ ৫০ শতাংশের বেশী পূর্ণ হয়নি। কারণ হিসাবে অনেকে বলছেন, পরিবারের কেউ আক্রান্ত হওয়ায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে পারছে না। কলকাতার একটি বিশিষ্ট বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল নূপুর ঘোষ জানাচ্ছেন, “এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে ছাত্ররা অসুস্থ বলে জানাচ্ছে।” কলকাতার একটি বিশিষ্ট বিদ্যালয়ের সিনিয়র ছাত্রের মা অদিতি চ্যাটার্জি জানাচ্ছেন, “আমার ছেলে টিকা নিতে পারেনি কারণ সে কোভিডে আক্রান্ত ছিল এবং তাকে ডাক্তাররা আগামী তিন মাসের জন্য টিকা না নেওয়ার পরামর্শ দিয়েছেন।” করোনার এই তৃতীয় প্রবাহে প্রত্যেকেই প্রায় আক্রান্ত হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন এই তৃতীয় প্রবাহে বাচ্চাদের টিকাকরণের হার বাড়ানো বেশ কঠিন হবে।