মেদিনীপুর গ্রামীণে বাড়ির উঠোনে 'রামলাল'

author-image
Harmeet
New Update
মেদিনীপুর গ্রামীণে বাড়ির উঠোনে 'রামলাল'

দিগবিজয় মাহালি, মেদিনীপুরঃ কখনও গৃহস্থের বাড়ির উঠোনে, আবার কখনও জমির ফসলের উপর দিয়ে হেলেদুলে নিজের মর্জিতে হেঁটে চলল 'রামলাল'। এই হাতিটি শান্ত স্বভাবের বলেই সবাই 'রামলাল' বলে ডাকে। সূর্যের আলো ফুটলেও তার তাড়াহুড়ো নেই জঙ্গলে ফেরার। রবিবার এমনই ঘটনার সাক্ষী থাকলো মেদিনীপুর গ্রামীণের চাঁদড়ার বাসিন্দারা। জানা গিয়েছে, ঝাড়গ্রামের মানিকপাড়া থেকে রামলাল সকাল ছ'টা নাগাদ কংসাবতী নদী পেরিয়ে চাঁদড়ার চাইপুর এলাকায় প্রবেশ করে। সেখান থেকে জমির ফসল খেয়ে, পায়ে মাড়িয়ে নষ্ট করে এগিয়ে চলে জঙ্গলের পথে। চলতে চলতে ঢুঁ মারে বাড়ির উঠোনেও। প্রায়ই রামলালকে দেখা গিয়েছে গৃহস্থের বাড়িতে শুঁড় বাড়িয়ে খাবারের খোঁজ চালাতে। পরে গ্রামবাসীদের তাড়া খেয়ে সকাল আট'টা নাগাদ চাঁদড়ার জঙ্গলে প্রবেশ করে। পাশাপাশি শালবনির মেটালে হাতির সামনে পড়ে পালাতে গিয়ে জখম হলেন এক বৃদ্ধ। ওই বৃদ্ধর নাম পতিত মাহাত (৬০)। স্থানীয়রা জানান, পাশের গ্রাম মৌরাতে রবিবার গ্রামীণ হাট ছিল। সেই হাট থেকে সন্ধ্যা বেলা বাড়ি ফেরার পথে রাস্তায় চারটি হাতির সামনে পড়ে যান তিনি। দৌড়ে পালাতে গেলে পড়ে গিয়ে তার হাঁটুতে আঘাত লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাঁদড়া রেঞ্জের বনকর্মীরা। হাতিগুলিকে অন্যত্র সরানো চেষ্টা চালাচ্ছেন তারা।