দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ ভিড়ে ঠাসা বাজারে এক পাইকারি সবজি ব্যবসায়ীর গাড়ির জানালার কাঁচ ভেঙ্গে লক্ষাধিক টাকা ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা। রবিবার বিকেলে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার দশগ্রাম অঞ্চলের খাজুরি বাজার এলাকায়। সূত্রে জানা গিয়েছে,দেভোগ অঞ্চলের বেনাদিঘী এলাকার বাসিন্দা বাসুদেব ভঞ্জ। তিনি পেশায় পাইকারি সবজি ব্যবসায়ী,প্রতি সপ্তাহের মত আজ রবিবার দশগ্রাম হাটে গাড়ি নিয়ে সবজি দিতে এসেছিলেন। দোকানদারদের সবজি দেওয়ার পর দশগ্রাম খাজুরী বাজারে স্টেট ব্যাংকের সামনে গাড়িটি রেখে তাঁর সহকর্মীদের নিয়ে একটি হোটেলে যান। খাওয়া শেষ হওয়ার পর গাড়ির কাছে এসে দেখেন, গাড়ির জানালার কাঁচ ভেঙ্গে দুষ্কৃতীরা ব্যাগে থাকা দুই লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে। এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমায় বাজার এলাকার বাসিন্দারা। সবজি ব্যবসায়ী বাসুদেব বাবুর দাবি, তার ওই গাড়িতে রাখা ব্যাগে দুই লক্ষ টাকা ছিল। গাড়ির জানালার কাঁচ ভেঙ্গে টাকার ব্যাগ নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনার পর ওই ব্যবসায়ী সবং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সবং থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক কিংবা গ্রেপ্তার করা যায়নি।