নিজস্ব সংবাদদাতাঃ গোটা বিশ্বেই দাপিয়ে বেড়াচ্ছে ওমিক্রন। করোনার নয়া স্ট্রেনের সংক্রমণের ধাক্কায় ফের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। এই পরিস্থিতিতে রবিবার সকাল থেকেই শোনা গিয়েছে ডেল্টাক্রন নামে নতুন এক করোনা স্ট্রেনের নাম! স্বাভাবিক ভাবেই আরেক নয়া স্ট্রেনের প্রাদুর্ভাবে প্রমাদ গুনছে বিশ্ব। মধ্যপ্রাচ্যের দেশ সাইপ্রাসে সন্ধান মিলেছে তার। সাইপ্রাস বিশ্ববিদ্যালয়ের বায়ো টেকনোলজি ও মলিকিউলার ভাইরোলজির বিভাগীয় প্রধান ড. লেওনডিওস কস্ত্রিকিস জানিয়েছেন, এই স্ট্রেনের সঙ্গে মিল রয়েছে ডেল্টার। সেই সঙ্গে ওমিক্রনের মিউটেশনের ছাপও রয়েছে। যে ২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে ওমিক্রনের ১০টি মিউটেশনের সন্ধান মিলেছে। সাইপ্রাসের স্বাস্থ্যমন্ত্রী মিচালিস হাডজিপান্ডেলাস জানিয়েছেন, নতুন এই স্ট্রেনকে নিয়ে এখনই উদ্বেগের কিছু দেখছেন না তাঁরা। সেই সঙ্গে করোনার নতুন স্ট্রেন আবিষ্কারের কৃতিত্বও তিনি দিয়েছেন তাঁর দেশের বিজ্ঞানীদের। পাশাপাশি আগামী সপ্তাহেই এই নতুন স্ট্রেন সম্পর্কে তাঁরা আরও আলোকপাত করবেন বলে দাবি করেছেন।