নিজস্ব প্রতিনিধি -সারোগেসি! অনেকের মনের মধ্যেই প্রশ্ন জাগে যে সারোগেসি কি? একজন নারীর গর্ভে অন্য দম্পতির সন্তান ধারণের পদ্ধতিকেই সারোগেসি বলা হয়। আইভিএফ পদ্ধতিতে স্ত্রী ও পুরুষের ডিম্বাণু ও শুক্রাণু দেহের বাইরে নিষিক্ত করে তা নারীর গর্ভাশয়ে প্রতিস্থাপন করা হয়। সম্প্রতি এই পদ্ধতিতে অভিভাবক হয়েছেন বহু বলিউড তারকারা, তালিকায় রয়েছেন শাহরুখ খান করান জোহার এর মতো সেলিব্রেটিরা।আমির খান ও কিরান রাওয়ের ছেলে আজাদের জন্ম ও সারোগেসির মাধ্যমে। তুষার কাপুর এর ছেলের জন্ম এই পদ্ধতিতে, একতা কাপুর, প্রীতি জিন্তা, শিল্পা শেট্টি ফারাহ খান এরা সবাই এই পদ্ধতিতে মা হয়েছেন ।