নিজস্ব সংবাদদাতাঃ ভরদুপুরে কয়েকজন ‘নীতি পুলিশের’ চোখরাঙানিতে মাঝরাস্তায় দাঁড়িয়ে ওঠবোস করছেন এক যুবক। এমনকি মাটিতে থুতু ফেলে তা চাটতে বাধ্য করা হচ্ছে তাঁকে! আশপাশে কয়েক জন ট্র্যাফিক পুলিশ ঘোরফেরা করছেন ঠিকই। তবে তাঁরা নীরব দর্শক! এখানেই শেষ নয়, যুবকটির চুলের মুঠি ধরেও চলে প্রহার। সঙ্গে ফাউ দেদার গালিগালাজ। শেষে ‘জয় শ্রীরাম’ বলায় মিলল নিস্তার। শুক্রবার ঝাড়খণ্ডের ধানবাদের এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পরতেই সাড়া পড়ে গিয়েছে। অভিযোগের আঙুল কয়েকজন বিজেপি সমর্থকের দিকে। তবে প্রত্যক্ষদর্শীদের একাংশ এও জানাচ্ছেন, বিজেপি সাংসদ পি এন সিংহ এবং দলের বিধায়ক রাজ সিনহা-সহ একাধিক হেভিওয়েট নেতাদের উপস্থিতিতেই নাকি ঘটনাটি ঘটেছে। বিজেপি কর্মীদের অভিযোগ, ওই বিক্ষোভ সমাবেশের পাশ দিয়ে যাওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ঝাড়খণ্ডের বিজেপি প্রধান দীপক প্রকাশের বিরুদ্ধে অসাংবিধানিক বাক্য প্রয়োগ করেন ওই মুসলিম যুবক। যার পরেই তাঁর দিকে রে রে করে তেড়ে যান এক দল সমর্থক।