মাস্ক ছাড়া বেচাকেনা বন্ধ করতে মাইক হাতে প্রচার পৌরসভার চেয়ারম্যানের

author-image
Harmeet
New Update
মাস্ক ছাড়া বেচাকেনা বন্ধ করতে মাইক হাতে প্রচার পৌরসভার চেয়ারম্যানের

নিউজ ডেস্কঃ মেদিনীপুর: গত চব্বিশ ঘন্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিতের সংখ্যা 198 জন। বর্তমানে মোট সক্রিয় সংক্রমিতের সংখ্যা 1021 জন। ইদানিং 200-র কাছাকাছি প্রতিদিন সংক্রমিত হচ্ছে। জেলা জুড়ে পুলিশ প্রশাসন একাধিক কর্মসূচী নিয়েছে বিধিনিষেধ মেনে করোনা মোকাবিলায়। মেদিনীপুর শহরেও পৌর প্রশাসক ও পুলিশের পক্ষ থেকে চলছে নজরদারি। মাস্ক পরাতে সবজি বাজারগুলিতেও সচেতনতার প্রচার চলছে। শনিবার শহরে মাইক হাতে মাস্ক ছাড়া বেচাকেনা বন্ধে ব্যবসায়ীদের জানালেন পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান। তিনি বলেন, "প্রতিটি দোকানদার মাস্ক পরুন এবং খদ্দেরদেরও মাস্ক পরতে বলুন। যারা মাস্ক পরবেন না, তাদের কোনো দ্রব্য বিক্রি না করতেও জানান সৌমেন খান।" উল্লেখ্য এর আগে জেলার কেশিয়াড়িতে মাস্ক ছাড়া বেচাকেনা চলবে না বলে পুলিশ কঠোর নির্দেশিকা দিয়েছে ব্যবসায়ীদের। এবার মেদিনীপুর শহরেও মাস্ক ছাড়া বিক্রি বন্ধের কথা জানান সৌমেন খান। তিনি বলেন, "নিজে যেমন মাস্ক পরব, তেমনই অন্যকে মাস্ক পরতে সাহায্য করব। মাস্ক ছাড়া দোকানদাররা জিনিসপত্র বিক্রি বন্ধ করলে বাজারে আসা সকলেই মাস্ক পরবেন।"