কি নাম? নেহার সন্তানের

author-image
New Update
কি নাম? নেহার সন্তানের

নিজস্ব প্রতিনিধি -প্রথম সন্তানের পর এবার দ্বিতীয় সন্তান। ২০১৮ সালে নেহা ধুপিয়া বিয়ে করেছিলেন অঙ্গদ বেদি কে, তারপরেই কোলে আসে তাদের মেয়ে মেহরের। গত বছরেই জন্ম নিয়েছে তাদের দ্বিতীয় সন্তান, সদ্যজাত-র ছবি বহুবার পোস্টও করেছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি ছেলের ছবি পোস্ট করে তার নাম জানালেন অভিনেত্রী । নেহার ছেলের নাম রাখা হয়েছে গুড়িক সিংহ ধুপিয়া বেদী। শুধু নেহাই নয় বাবা অঙ্গদ বেদিও সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নাম প্রকাশ করেছেন ছেলের। এবং লিখেছেন, 'গুড়িক সিংহ। দ্য লায়ন কিং।