চণ্ডীগড়ের মেয়র পদ দখল করল বিজেপি

author-image
Harmeet
New Update
চণ্ডীগড়ের মেয়র পদ দখল করল বিজেপি

নিজস্ব সংবাদদাতাঃ দেশের রাজনৈতিক মহলকে রীতিমতো স্তম্ভিত করে দিয়ে চণ্ডীগড় পুরভোটে চমকপ্রদ ফল করেছিল আম আদমি পার্টি। বিজেপি এবং কংগ্রেসকে পিছনে ফেলে এই কেন্দ্রশাসিত অঞ্চলের পুরভোটে একক বৃহত্তম দল হিসাবে উঠে এসেছিল আপ। কিন্তু তাতে কাজের কাজ কিছুই হল না। চণ্ডীগড় পুরসভার মেয়র পদ দখল করল সেই বিজেপি। আপকে সন্তুষ্ট থাকতে হল রানার্স-আপ হয়ে। শনিবার মেয়র নির্বাচনে কংগ্রেসের ৭ এবং অকালি দলের এক কাউন্সিলর অনুপস্থিত ছিলেন। যার ফলে পুরসভার মোট আসনসংখ্যা কমে দাঁড়ায় ২৭। সেই সঙ্গে একজন সাংসদের ভোট যোগ করে দাঁড়ায় ২৮। হিসাব মতো আম আদমি পার্টির খাতায় নিজেদের ১৪ জন কাউন্সিলরের ভোট যাওয়ার কথা। বিজেপির খাতাতেও ১৩ জন কাউন্সিলর এবং সাংসদ মিলিয়ে মোট ১৪টি ভোট যাওয়ার কথা। কিন্তু ফলাফল ঘোষণার সময় প্রিসাইডিং অফিসার আপের এক কাউন্সিলরের ভোট বাতিল বলে গণ্য করেন। ফলে ১৪-১৩ ভোটের ব্যবধানে জয়ী হয়ে মেয়র নির্বাচিত হন বিজেপির সরবজিৎ কৌর।