নিজস্ব সংবাদদাতাঃ ফের চালু হল মাদার টেরিজার মিশনারিজ অফ চ্যারিটির ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সূত্রে খবর, সংস্থার তরফে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরেই অ্যাকাউন্ট সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। এরপরেই চালু হয়ে গেছে মিশনারিজ অফ চ্যারিটির ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এর আগে অস্বাভাবিক তথ্য মেলায় মাদার টেরিজার তৈরি স্বেচ্ছাসেবী সংস্থার লাইসেন্স নবীকরণ করেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এদিন ছাড়পত্র ফেরানোর পর কেন্দ্রের মোদি সরকারকে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। তিনি টুইট করেন, “ভালবাসার শক্তি ৫৬ ইঞ্চির শক্তির থেকে বেশি।” ডেরেক আরও লেখেন, “মাদারের সংস্থা মিশনারিজ অফ চ্যারিটির এফসিআরএ ছাড়পত্র ফেরানো হয়েছে। প্রতিকূল পরিস্থিতি তৈরি করে হেনস্তা করা হল, দুই সপ্তাহ পরে সব ঠিক হয়ে গেল।”