নিজস্ব সংবাদদাতা : ফিরোজপুরে সীমান্তের কাছে পরিত্যক্ত এক পাকিস্তানি নৌকো আটক করল বিএসএফ। পাকিস্তানের আন্তর্জাতিক সীমানার কাছাকাছি হওয়ায় এটি একটি স্পর্শকাতর এলাকা হিসেবে চিহ্নিত। এর আগে বহু পাক ড্রোনকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে দেখা গেছে। বিএসএফের একজন সিনিয়র আধিকারিক জানান, "ডিটি মল সীমান্তে ফাঁড়ির কাছে টহলদারির সময় ১৩৬ ব্যাটালিয়নের সদস্যরা কাঠের নৌকোটি দেখতে পান। শীতকালে, এলাকাটি ঘন কুয়াশায় ঢেকে থাকে। নৌকাটি উদ্ধারের পর, আমরা এলাকায় একটি তল্লাশি অভিযান চালাই এবং স্থানীয় গ্রামগুলোকে সতর্ক করে দিয়েছিলাম যে তারা কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে যেন বিএসএফকে জানায়। এই ধরনের নৌকাগুলি প্রায়ই মূল্যবান কোনো পদার্থ এবং অস্ত্র, মাদক চোরাচালানের জন্য ব্যবহার করা হয়।”