নিজস্ব সংবাদদাতাঃ নতুন বছরেই খুশির খবর দিচ্ছে মোদী সরকার। প্রজাতন্ত্র দিবসের আগেই বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন। সপ্তম পে কমিশনের অধীনে ফের বাড়তে চলেছে সরকারি কর্মীদের বেতন। সূত্রের খবর, কেন্দ্রীয় ও রাজ্য় সরকারি কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি করা হতে পারে, যার ফলে সার্বিক বেতন বৃদ্ধি হতে চলেছে। দীর্ঘ সময় ধরেই সরকারি কর্মীরা ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৬ হাজার টাকা করার দাবি জানাচ্ছিলেন। এছাড়া ফিটমেন্ট ফ্যাক্টরও ২.৫৭ গুণ থেকে ৩.৬৮ গুণ বাড়ানোর দাবি জানাচ্ছিলেন তারা। সূত্রের খবর, আগামী ২৬ জানুয়ারির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি হতে চলেছে। অর্থাৎ আগামী মাস থেকেই সরকারি কর্মীদের বেতনে বড় বৃদ্ধি হতে চলেছে।