'বিশেষ পণ্যবাহী ট্রেন বাতিল', মেচেদায় ফুল ব্যবসায়ীদের রেল অবরোধ

author-image
Harmeet
New Update
'বিশেষ পণ্যবাহী ট্রেন বাতিল', মেচেদায় ফুল ব্যবসায়ীদের রেল অবরোধ

নিজস্ব প্রতিনিধি, মেচেদাঃ পূর্ব মেদিনীপুরের মেচেদাতে রেল অবরোধ করলেন পান, ফুল, চারা ব্যবসায়ী ও চাষীরা। রেল ঘেরাও করে তুমুল বিক্ষোভ অবরোধ, বচসা রেল পুলিশের সাথে। চাষীদের অভিযোগ রেলের বুকিং ছিল হঠাৎ করে পণ্যবাহী রেল বাতিল করে দেয় রেল ডিপার্টমেন্ট। তারা আজ লক্ষ লক্ষ টাকার পান ,ফুল ,চারা,মাছ রেলস্টেশনে নিয়ে এসে বিপাকে পড়েছেন। হঠাৎ করে এই বিশেষ পণ্যবাহী রেল বাতিলের জন্য। এই সমস্ত মূল্যবান পণ্য পচে নষ্ট হয়ে যাবে বলে দাবি চাষীদের ও ব্যবসায়ীদের। শুধু তাই নয় বিভিন্ন স্টেশনে এই সমস্ত পণ্য ওঠানামার জন্য রেল নির্দিষ্ট একটা সময় দিয়ে দাঁড়াতো ,এখন সেই রেল আবার স্টপেজ দিচ্ছে না। বুকিং নিয়েও নির্দিষ্ট সময়ে রেল না দিয়ে খামখেয়ালিপনা করছে রেল দপ্তর। যতক্ষণ না তাদের এই পণ্য পরিবহনের জন্য রেল দেওয়া হচ্ছে ততক্ষণ রেল অবরোধ বা আন্দোলন চালিয়ে যাবে বলে দাবি ফুল ব্যবসায়ী, পান ব্যবসায়ী সহ চাষিদের। অবরোধে শামিল হয়েছে এই সমস্ত পণ্য পার্সেলের প্রায় ২০০ জন শ্রমিক। এই ঘটনায় ব্যাপক উত্তেজনার পরিস্থিতি  তৈরি হয়েছে মেচেদা রেলস্টেশনে। সামাল দিতে হিমশিম খাচ্ছে রেলওয়ে পুলিশ প্রশাসন। এই অবরোধে আটকে পড়েছে পুরী জগন্নাথ এক্সপ্রেস সহ বেশ কয়েকটি লোকাল ট্রেন।