দলীয় পতাকা লাগিয়ে খাদান বন্ধ করলো তৃণমূল

author-image
Harmeet
New Update
দলীয় পতাকা লাগিয়ে খাদান বন্ধ করলো তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, ডেবরাঃ ডেবরা ব্লকের ভবানীপুর অঞ্চলে কাঁসাই নদী থেকে অবৈধ ভাবে বালি তোলার অভিযোগ তুলেছে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। তাদের অভিযোগ রাজ্য সরকার যে মৌজায় বালি তোলার অনুমতি দিয়েছে ব্যাবসায়ীরা তার থেকে অন্যত্র বালি তুলছে। রাতের অন্ধকারেও বালি তুলছে। গরীব লেবারদের কাজে না লাগিয়ে জে সি বি মেশিন দিয়ে বালি তুলছে। তাই আমরা খাদানের রাস্তায় দলের পতাকা লাগিয়েছি। কারন রাজ্য সরকারের রাজস্ব চুরি হচ্ছে। আমরা প্রশাসন এবং BLRO-কে জানিয়েছি কোনো লাভ হয়নি। তারপর নৌকা মেশিন দিয়েও মাঝে মধ্যে দাসপুরের এলাকা ছেড়ে বালি তুলতে ডেবরার দিকে চলে আসে। নদীর বাঁধের বালি তুলে নেওয়ায় বাঁধের ক্ষতি হচ্ছে। তাই আমরা এই পতাকা লাগিয়েছি। প্রকৃত সুরাহা না হলে আমরা বালি খাদান চলতে দেবো না। যদিও মালিক পক্ষ জানিয়েছে তারা রাজ্য সরকারের অনুমতি দেওয়া জায়গাতেই বালি তুলছে। লেবারদের একটা দাবী আছে সেটা আলোচনা করে সমাধান করে নেবো।