নিজস্ব সংবাদদাতাঃ ক্রমশ ঝুঁকি বাড়ছে করোনা সংক্রমণের। শুক্রবার ইটালি থেকে আগত আরও একটি বিমানে শতাধিক যাত্রীর করোনা রিপোর্ট পজেটিভ এল।বৃহস্পতিবারই ইটালি থেকে অমৃতসরে আগত একটি বিমানের ১২৫ জন যাত্রী করোনা আক্রান্ত বলে জানা যায়। এরপর শুক্রবারও রোম থেকে অমৃতসরে আগত আরেকটি বিমানের কমপক্ষে ১৭৩ জন যাত্রী করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, একসঙ্গে এত সংখ্যক যাত্রীর রিপোর্ট পজেটিভ আসায়, যে ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে, তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে পঞ্জাব সরকার। অমৃতসর বিমানবন্দর কর্তৃপক্ষের প্রধান ভিকে শেঠ বলেন, ” বিমানটি রোম থেকে এসেছে। নিয়মমাফিক বিমানের সমস্ত যাত্রীর করোনা পরীক্ষা করানো হয়েছে। ২১০ জন যাত্রীর করোনা রিপোর্ট আমাদের হাতে এসেছে এখনও অবধি। এর মধ্যে ১৭৩ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।” বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রোম থেকে আগত ওই বিমানে মোট ২৮৫ জন যাত্রী ছিলেন। চার্টার্ড বিমানে করে তারা সকলে ভারতে ফিরেছেন। এদের মধ্যে ৭৫ জনের রিপোর্ট এখনও আসেনি, তাই আক্রান্তের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।