নিজস্ব সংবাদদাতাঃ এবার করোনা আবহে বন্ধ করা হল বীরভূমের অন্যতম ঐতিহ্যবাহী জয়দেব কেন্দুলি মেলা। প্রশাসনের তরফে শুক্রবারই একথা জানিয়ে দেওয়া হয়েছে। যদিও, রাজ্য সরকারের নিয়ম বিধি অনুসারে কিছু সংখ্যক মানুষকে নিয়ে স্নান করার ব্যবস্থা করা হবে বলে জানাচ্ছে প্রশাসন। প্রত্যেক বছর মকর সংক্রান্তির দিন বীরভূমের জয়দেবে অনুষ্ঠিত হয় কেন্দুলি মেলা। যেখানে প্রত্যেক বছর লক্ষাধিক মানুষ ভিড় করেন। কার্যত বাউলা কার্মেলা হিসেবে পরিচিতি পেয়েছে এই মেলাটি। বোলপুরের মহকুমা শাসক অয়ন নাথ বলেন, “আপাতত মেলা স্থগিত করা হয়েছে। তবে রাজ্য সরকার ও কোভিড বিধি মেনে আমরা কিছু সংখ্যক মানুষের স্নান করার ব্যবস্থা করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছি।”