নিজস্ব সংবাদদাতাঃ বয়ঃসন্ধির পর থেকেই মেয়েদের চেহারার পরিবর্তন হতে শুরু করে। তাই সেই সময় থেকেই তাদের স্তনের যত্ন রাখা প্রয়োজন। তা না হলে বয়সের সঙ্গে সঙ্গে স্তন ঝুলে যেতে পারে। তাই অবশ্যই ওই সময় থেকেই সন্তানকে ব্রা পরান। তার চেহারা ও শরীরের সঙ্গে মানানসই ব্রা পরাবেন। তাহলে দেখবেন স্তনের আকারও সঠিক থাকবে। এছাড়া ঢিলেঢালা ব্রা কখনওই পরাবেন না। এতে স্তন ঝুলে যাওয়ার মতো সমস্যা তৈরি হয়। প্রয়োজনে বাড়িতেও তাকে ব্রা পরান। তবে শোয়ার সময় একেবারেই পরাবেন না। আর বড়রাও সঠিক ব্রা বেছে নিন। পুশআপ ব্রা সবথেকে ভালো। এতে স্তনের আকার ঠিক থাকে।