নিজস্ব সংবাদদাতাঃ এদিকে করোনা সংক্রমণ বাড়তে থাকায় সেই সঙ্গে পাল্লা দিয়ে কন্টেনমেন্ট জোনের সংখ্যাও বাড়ানো হচ্ছে। কলকাতা পুরনিগম এলাকায় বর্তমানে কন্টেনমেন্ট জোনের সংখ্যা হয়েছে ৫০ টি। সপ্তাহের শুরুতে এই কন্টেনমেন্ট জোনের সংখ্যা ছিল ২৫। তারপর এক লাফে বেড়ে তা ৪৮ হয়েছিল বৃহস্পতিবার। এবার তা হাফ সেঞ্চুরি করে ফেলল। ক্রমশ পুরসভার স্বাস্থ্য বিভাগে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা পরিস্থিতিতে নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখা নিয়ে চিন্তায় পুরকর্তারা।