করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়িয়ে দাবি আইআইটি বিশেষজ্ঞের

author-image
Harmeet
New Update
করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়িয়ে দাবি আইআইটি বিশেষজ্ঞের

নিজস্ব সংবাদদাতাঃ করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ে দেশজুড়ে হুড়মুড় করে বাড়ছে আক্রান্ত। বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রুত আক্রান্ত বাড়ার কারণ ভাইরাসের নতুন স্ট্রেন ওমিক্রন। কিন্তু এভাবে সংক্রমণ বাড়তে থাকলে কোথায় গিয়ে থামবে মহামারী? আইআইটি কানপুরের অধ্যাপক মণীন্দ্র আগরওয়াল উদ্বেগ বাড়িয়ে দেওয়ার মতো কথা জানালেন। তাঁর মতে, দিন দশেক পরে জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে শীর্ষে পৌঁছাবে তৃতীয় ঢেউ। জানুয়ারি মাসের শেষে দেশে মোট আক্রান্তের সংখ্যা হতে পারে ৪ থেকে ৮ লাখ পর্যন্ত। তবে মার্চের পরে তৃতীয় ঢেউ স্তিমিত হতে পারে বলে মনে করছেন তিনি। অধ্যাপক মণীন্দ্র আগরওয়াল জানিয়েছেন, সংক্রমণের চূড়ায় মুম্বই ও দিল্লিতে একদিনে সংক্রমিতের সংখ্যা হতে পারে যথাক্রমে ৩০ হাজার ও ৫০ হাজার। আগরওয়াল বলেন, ”তৃতীয় ঢেউয়ের শীর্ষে পৌঁছে দেশে ৪ থেকে ৮ লাখে পৌঁছাতে পারে সংক্রমণ। লকডাউন তথা কড়া বিধিনিষেধের ফলে সংক্রমণ বাড়তে সময় নিতে পারে, খানিকটা দীর্ঘায়িত হতে পারে মহামারীর ঢেউ। তবে আগেরবারের মতো স্বাস্থ্য পরিষেবার উপর মারাত্মক চাপ সৃষ্টি নাও করতে পারে এবার।”