মাস্কহীনদের সাইকেলের হাওয়া খুললেন পৌরকর্তারা

author-image
Harmeet
New Update
মাস্কহীনদের সাইকেলের হাওয়া খুললেন পৌরকর্তারা

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলায় ক্রমে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মাইক্রো কনটেইনমেন্ট জোন তৈরি করে জোড়া সাঁড়াশি অভিযান শুরু মেদিনীপুর পৌরসভা ও পুলিশের। শুক্রবার বেলা সাড়ে দশটা থেকে মেদিনীপুর শহরের বিভিন্ন বাজার ও রাস্তায় অভিযান চালানো হয়। মাস্কহীনদের সাইকেলের চাকার হাওয়া খুললেন পৌরকর্তারা। কনটেইনমেন্ট জোন এলাকায় দোকান বন্ধ করলো পুলিশ। শুক্রবার বেলা সাড়ে দশটা থেকে মেদিনীপুর পৌর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সৌমেন খান সহ পৌর আধিকারিকরা মেদিনীপুর শহরের বিভিন্ন বাজারগুলিতে অভিযানে বের হয়েছিলেন। বাজারে আসা লোকজন মাস্ক পরছে কিনা, সেগুলো দেখার সাথে সাথে দূরত্ব বিধি মানা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখেন। অনেকেই মাস্ক না পরে বাজারে সাইকেলে ইতিউতি ঘুরছিলেন। ক্ষুব্দ পৌরকর্তারা তাদের আটকে সাইকেলের চাকার হাওয়া পর্যন্ত খুলে দিলেন।
 চেয়ারম্যান সৌমেন খান জানান, "সমস্ত বাজারগুলিতে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। মাস্ক সবাই যাতে পরে তাতেও জোর দেওয়া হচ্ছে। করোনা আক্রান্ত পরিবারগুলোর কাছে শুকনো খাবার সরবরাহ শুরু হয়েছে পৌরসভার উদ্যোগে। অন্যদিকে কোতোয়ালী থানার পুলিশের পক্ষ থেকে মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার রাত থেকেই গণ্ডিবদ্ধকরন শুরু হয়েছিল। সামাজিক দূরত্ব যাতে মানা হয় সে জন্য বিভিন্ন বাজারে দোকানের সামনে গণ্ডি তৈরি করেছে পুলিশ। মাইক্রো কনটেইনমেন্ট জোন এলাকায় অনেক খোলা দোকান পুলিশ গিয়ে বন্ধ করে।"