ভাটিন্ডার এসএসপিকে শোকজ নোটিস

author-image
Harmeet
New Update
ভাটিন্ডার এসএসপিকে শোকজ নোটিস

নিজস্ব সংবাদদাতাঃ মাঝপথে ২০ মিনিট অপেক্ষা করতে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়কে। আর সেই ঘটনায় প্রশ্ন উঠেছে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে। নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় অভিযোগ উঠেছে পঞ্জাব পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে। এবার সেই ইস্যুতে কড়া পদক্ষেপ স্বরাষ্ট্র মন্ত্রকের। শোকজ নোটিস দেওয়া হল পঞ্জাবের ভাটিন্ডার সিনিয়র পুলিশ সুপারকে। ২৪ ঘণ্টার মধ্যে তাঁর কাছে জবাব তলব করা হয়েছে। আজ, শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে শোকজ নোটিস দেওয়া হয়েছে ভাটিন্ডার সিনিয়র পুলিশ সুপার এসএসপি অজয় মালুজাকে। কেন ওই ঘটনা ঘটল? কোথায় নিরাপত্তার খামতি ছিল? কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? এই সব প্রশ্নের জবাব দিতে হবে তাঁকে। উত্তর দেওয়ার জন্য তাঁকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে এই নোটিস দেওয়া হয়েছে। শনিবার বিকেল ৫ টার মধ্যে এসএসপিকে জবাব দিতে হবে।