২০২২- এ পর্দায় দেব শুভশ্রী

author-image
Harmeet
New Update
২০২২- এ পর্দায় দেব শুভশ্রী

নিজস্ব সংবাদদাতা: বছর যায় বছর আসে। কিন্তু দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’র আশায় বসে থাকা দর্শকরা নিরাশ হয়েই থেকে যান। রটে রটনা, উত্তেজনা জিইয়ে রাখে ফ্যানক্লাবগুলি। দীর্ঘশ্বাস ফেলে ভক্তরা। অবশেষে কি ২০২২-এই শিকে ছিঁড়তে চলেছে? মুক্তি পেতে চলেছে রানা সরকারের প্রযোজনায় কৌশিক গঙ্গোপাধ্যায়ের সেই বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’? সূত্রের খবর, প্রযোজকের সঙ্গে নাকি যাবতীয় ঝামেলার অবসান ঘটেছে অবশেষে। তাই আর অপেক্ষা নয়। শুভ কাজ দ্রুত সেরে ফেলতে চাইছেন প্রযোজক নিজেই।