নিজস্ব সংবাদদাতাঃ করোনা পরিস্থিতির প্রায় প্রতি ঢেউয়ে এক এক রকম মাস্কের কার্যকারিতার কথা বলে এসেছেন বিশেষজ্ঞরা। কখনও এসেছে এন-৯৫ মাস্ক ব্যবহারের পরামর্শ। কখনও বলা হয়েছে সেটা চলবে না। ওমিক্রনের দাপটে যখন ত্রস্ত সারা বিশ্ব,তখন বিশেষজ্ঞরা বলছেন কাপড়ের মাস্ক চলবে না। আমেরিকার একদল গবেষকের দাবি, ওমিক্রন ঠেকাতে সক্ষম নয় কাপড়ের মাস্ক। তাঁদের তথ্যসমৃদ্ধ দাবি, যদি দু’জন মানুষ মাস্ক ছাড়া কথা বলেন এবং তাঁদের একজন ওমিক্রন আক্রান্ত হন, তবে অপরজনকে করোনা কাবু করতে পারে মাত্র ১৫ মিনিটে। আর তাঁদের মধ্যে যদি একজন কাপড়ের মাস্ক পরে থাকেন তবে করোনা ছড়াতে সময় লাগতে পারে ২০ মিনিট। আর যদি দু’জনই কাপড়ের মাস্ক ব্যবহার করেন, সেক্ষেত্রেও সংক্রমণ থেকে পার পাবেন না। একজন আক্রান্ত হলে অপরজনের শরীরে করোনা ছড়িয়ে পারবে ২৭ মিনিটে।