টোল কর্মীদের বিরুদ্ধে মামলা পুলিশের

author-image
Harmeet
New Update
টোল কর্মীদের বিরুদ্ধে মামলা পুলিশের


নিউজ ডেস্ক, ডেবরা : ডেবরা টোল প্লাজার ঘটনায় ৬ টোল কর্মীর বিরুদ্ধে মামলা করল ডেবরা থানার পুলিশ। এক কর্মীকে বাদ দেওয়া নিয়ে একটি আলোচনা চলছিল ডেবরা টোল ম্যানেজারের অফিসে। সেই সময় কয়েকজন বহিরাগত ব্যাক্তি টোল কর্মীদের ওপর হামলা চালিয়েছিল ছিল বলে অভিযোগ এনেছিল টোল কর্মীরা। কিন্তু অভিযোগ পাওয়ার পর টোল কর্মীদের বিরুদ্ধেই মামলা করল ডেবরা থানার পুলিশ। ৩৪১,৩২৩,৩২৫ ও ৫০৬ ও ৩৪ ধারায় মামলা হয়েছে টোল কর্মীদের বিরুদ্ধে। দলবতিপুরের বাসিন্দা সূরোজ মল্লিকের অভিযোগের ভিত্তিতে মামলা করেছে পুলিশ। সূরোজের অভিযোগ, ওই দিন এলাকার কয়েকজন ব্যাক্তিকে নিয়ে এন এইচের ধারে লাইট বসানো, নিকাশি ব্যাবস্থা সহ বেশ কিছু দাবি জানিয়ে টোল ম্যানেজারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ম্যানেজারের চেম্বারে ঢুকে দেখেন একটি মিটিং চলছিল। তাই তারা বেরিয়ে আসার সময়ই টোলের জনা কয়েক তাদের ওপর চড়াও হয়।আটক করে মারধর করে এবং হুমকি দেয়। আর এই অভিযোগেই গত ৩ জানুয়ারি ডেবরা থানায় লিখিত অভিযোগ জমা দেয় সূরোজ। তারপর পুলিশ বুবুন সামন্ত, কৌশিক ঘোলই, বিদ্যুৎ পাল,কিংকর দোলই, সঞ্জয় ভৌমিক সহ মোট ৬ জনের বিরুদ্ধে মামলা শুরু করেছে।