নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইন্সটিটিউটের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে ভ্যাকসিনেশন ইস্যুতে বক্তব্য রাখলেন দেশের প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'দেশে ১৫০ কোটি ভ্যাকসিনেশনের রেকর্ড হয়েছে। আর এই রেকর্ড দেশের ইচ্ছা শক্তির প্রতীক। এটা আত্মনির্ভরতা ও আত্মগৌরবের প্রতীক। বয়স্ক নাগরিকদের মধ্যে ৯০ শতাংশ ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন। দেড় কোটি ১৫ বছর উর্ধ্বদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। বাংলাকে এখনও অবধি ১১ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে।'