সুপ্রিম নির্দেশে চালু হচ্ছে নিট কাউন্সেলিং

author-image
Harmeet
New Update
সুপ্রিম নির্দেশে চালু হচ্ছে নিট কাউন্সেলিং

নিজস্ব সংবাদদাতাঃ সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তি চিকিৎসক মহলে। শেষ পর্যন্ত চলতি বছরেই নিট-পিজি কাউন্সেলিংয়ের অনুমতি দিল শীর্ষ আদালত। সেইসঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে, আপতত ২৭ শতাংশ আসন সংরক্ষিত থাকছে ওবিসিদের জন্য, আর্থিকভাবে পিছিয়ে পড়াদের (EWS) জন্য ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকছে। তবে সংরক্ষণের মানদণ্ডের বিচার পরে হবে বলেও জানানো হয়েছে। ২০২০ সালের ডিসেম্বর মাসে নিট পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণের জন্য সেই পরীক্ষা পিছিয়ে যায়। অবশেষে চলতি বছরের সেপ্টেম্বর মাসে পরীক্ষা হয়। তার পরেও কাউন্সেলিং হয়নি। এর প্রতিবাদেই রাস্তায় নেমেছিলেন দেশের একাধিক হাসপাতালের চিকিৎসকেরা। সেইসঙ্গে তৈরি হয়েছিল আইনি জটিলতাও। সেই পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের এদিনের রায়কে স্বাগত জানিয়েছে চিকিৎসক মহল। আদালত জানিয়েছে, চলতি বছরে আগের মতোই আর্থিকভাবে অনগ্রসরদের ক্ষেত্রে ৮ লক্ষ টাকা আয়ের সীমা মানা হবে সংরক্ষণের মানদণ্ড হিসেবে। তবে ইডাব্লুএস সংরক্ষণের মানদণ্ডের চূড়ান্ত বিচার হবে মার্চ মাসের তৃতীয় সপ্তাহে। পাশাপাশি জানানো হয়েছে, ভর্তির  বিষয়টি সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের উপরেই নির্ধারিত হবে।