নিজস্ব সংবাদদাতাঃ যে বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল, যে বাড়ি থেকে জখম অবস্থায় হাসপাতালে ভরতি হওয়ার জন্য বেরিয়েছিলেন, প্রায় ছ’ মাস পর আবারও সেই ভিটেয় ফিরলেন মুজিবর ইসলাম মজুমদার। কিন্তু এবার তিনি নিথর, কফিনবন্দি। আগরতলায় বাঁধাঘাটের মিলনপল্লিতে দুষ্কৃতী হামলায় নিহত তৃণমূল নেতা মুজিবরের কফিনবন্দি দেহ যখন পৌঁছল, সকালের আলো যেন ম্লান। এলাকায় শোকের আবহ। এখান থেকেই তো শুরু হয়েছিল তাঁর মৃত্যুর পথ। এদিন বাঁধাঘাটে দলীয় নেতার মরদেহের সঙ্গে গেলেন বাংলার তৃণমূল নেতৃত্ব – ব্রাত্য বসু, শান্তনু সেন, রাজীব বন্দ্যোপাধ্যায়। ছিলেন ত্রিপুরার তৃণমূল নেতা সুবল ভৌমিক। পরে সেখানে যান বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন, বরখাস্ত হওয়া আশিস সাহারাও। সকলেই মুজিবরের কফিনে মালা দিয়ে শ্রদ্ধা জানান। আজই সোনামুড়ায় হবে তাঁর শেষকৃত্য।