নিজস্ব সংবাদদাতাঃ ভারতের আকাশে উড়ছে রাফাল জেট। ভারতীয় নৌবাহিনীর ফাইটার জেট চুক্তিতে একধাপ এগোল ফ্রান্স। বৃহস্পতিবার গোয়ায় নৌবাহিনীর কাছে পাঠানো হল রাফালের একটি সামুদ্রিক যুদ্ধবিমান। তার যুদ্ধের ক্ষমতা প্রদর্শনের জন্য এই উদ্যোগ। ভারতীয় নৌবাহিনী দেশীয় বিমানবাহী রণতরী বিক্রান্তের জন্য ফাইটার জেট কেনার পরিকল্পনা করছে যা অগাস্টে চালু হতে পারে বলে খবর। রাফাল জেটের প্রদর্শনীটি গোয়ার উপকূল-ভিত্তিক পরীক্ষা কেন্দ্রে শুরু হয়ে গিয়েছে বলে খবর।