কোভিড সচেতনতায় পথে বিধায়ক

author-image
Harmeet
New Update
কোভিড সচেতনতায় পথে বিধায়ক

নিজস্ব সংবাদদাতাঃ সোনারপুর জুড়ে বাড়ছে কোভিড সংক্রমণ। কোভিড আক্রান্তের সংখ্যা তিনশো ছাড়িয়েছে। সংক্রমণ রুখতে বন্ধ সমস্ত দোকানপাট, বাজার। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাস্তায় নামলেন বিধায়করাও। সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম ও সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক লাভলী মৈত্র বিভিন্ন বাজার ও সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন। একই সঙ্গে মাস্ক বিলি করলেন। সরকারি এই সিদ্ধান্তের ফলে কোভিডের উর্ধ্বমুখী গ্রাফকে অনেকটাই আটকানো যাবে বলে জানালেন রাজপুর সোনারপুর পুরসভার প্রশাসক মণ্ডলীর প্রধান ও পেশায় চিকিৎসক পল্লব দাস। বিধায়ক লাভলি মৈত্র বলেন, “আমাদের এখানে ৪ দিন বাজার বন্ধ। আজকে এখানে দ্বিতীয় দিন। ঘুরে দেখলাম বাজার সব বন্ধই। যাঁরা এখনও মাস্ক পরেননি, একটু গাফিলতি করছেন, তাঁদেরকে মাস্ক দিচ্ছি। তাঁদেরকে সচেতন করার চেষ্টা করছি।”