নিজস্ব সংবাদদাতাঃ সোনারপুর জুড়ে বাড়ছে কোভিড সংক্রমণ। কোভিড আক্রান্তের সংখ্যা তিনশো ছাড়িয়েছে। সংক্রমণ রুখতে বন্ধ সমস্ত দোকানপাট, বাজার। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাস্তায় নামলেন বিধায়করাও। সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম ও সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক লাভলী মৈত্র বিভিন্ন বাজার ও সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন। একই সঙ্গে মাস্ক বিলি করলেন। সরকারি এই সিদ্ধান্তের ফলে কোভিডের উর্ধ্বমুখী গ্রাফকে অনেকটাই আটকানো যাবে বলে জানালেন রাজপুর সোনারপুর পুরসভার প্রশাসক মণ্ডলীর প্রধান ও পেশায় চিকিৎসক পল্লব দাস। বিধায়ক লাভলি মৈত্র বলেন, “আমাদের এখানে ৪ দিন বাজার বন্ধ। আজকে এখানে দ্বিতীয় দিন। ঘুরে দেখলাম বাজার সব বন্ধই। যাঁরা এখনও মাস্ক পরেননি, একটু গাফিলতি করছেন, তাঁদেরকে মাস্ক দিচ্ছি। তাঁদেরকে সচেতন করার চেষ্টা করছি।”