নিজস্ব সংবাদদাতা : লাগামছাড়া সংক্রমণের জেরে কোভিড সুরক্ষায় পদক্ষেপ কালীঘাট মন্দির কর্তৃপক্ষের। মন্দিরের গর্ভগৃহে ভক্তদের প্রবেশে জারি করা হল নিষেধাজ্ঞা। তবে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে ১১ জানুয়ারী। ২৬ জানুয়ারি পর্যন্ত মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারবে না ভক্তরা। তবে, খোলা থাকবে মন্দির। বাইরে থেকে দর্শন করা যাবে। এই সময়ে শুধুমাত্র পালাদার ও সেবায়েতরা প্রয়োজনমতো কালীঘাট মন্দিরের গর্ভগৃহে নিত্যপুজোর কাজ করতে পারবেন বলে জানানো হয়েছে।