তৃতীয় ঢেউ আছড়ে পড়ার নেপথ্যে ভাইরাসের কোন ভ্যারিয়েন্ট?

author-image
Harmeet
New Update
তৃতীয় ঢেউ আছড়ে পড়ার নেপথ্যে ভাইরাসের কোন ভ্যারিয়েন্ট?

নিজস্ব সংবাদদাতা: দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ফের পৌঁছে গিয়েছে এক লক্ষের দোরগোড়ায়। অন্যদিকে, ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যাও দিন দিন বাড়ছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তাহলে কি দেশে এত সংক্রমণের বাড়বাড়ন্ত ওমিক্রনের জন্য? না কি, ভারতে এখনও সংক্রমিত করছে করোনার ডেল্টা-সহ অন্যান্য ভ্যারিয়েন্টগুলি? গত বছরের নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকায় প্রথম করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের হদিশ পান চিকিত্‍সকরা। বলা হয়, ডেল্টার থেকে প্রায় ৬ গুণ বেশি সংক্রামক করোনার নতুন এই ভ্যারিয়েন্ট। বিশেষজ্ঞদের বক্তব্য, ওমিক্রন ভ্যারিয়েন্টে বেশি মাত্রায় মিউটেশন হয়েছে। যেখানে ডেল্টায় ১৮টি মিউটেশন পাওয়া গিয়েছিল, সেখানে ওমিক্রনে ৩০টিরও বেশি মিউটেশন হয়েছে। তবে, বর্তমানে দেশজুড়ে সংক্রমণবৃদ্ধির কারণ একমাত্র ওমিক্রন নয়, এমনটাই মত বিশেষজ্ঞদের একাংশের।