রাহুল পাসওয়ান, আসানসোলঃ করোনা সংক্রমণ যেভাবে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে, এর ফলে রাজ্য সরকারের পক্ষ থেকে আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে। রাজ্যজুড়ে শুরু হয়েছে নাইট কারফিউ পাশাপাশি সাধারণ মানুষকে মাস্ক ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। তাও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে অসচেতনতার ছবি, মাস্ক ছাড়াই রাস্তায় ঘোরাফেরা করছে। আর সেই সব মানুষকে সচেতন করতে অভিযান চালানো হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। আজ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি(পশ্চিম) অভিষেক মোদির নেতৃত্বে কুলটি থানার অন্তর্গত বরাকর ফাঁড়ির পক্ষ থেকে বরাকর বাজার এলাকায় মাস্ক অভিযান চালানো হয়। মাস্ক ছাড়া যে সকল মানুষ ঘোরাফেরা করছে, যাতায়াত করছে তাদের হাতে মাস্ক তুলে দেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং আগামী দিনে ঘোরাফেরা করলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিসি(পশ্চিম) অভিষেক মোদি। আগামী দিনে এই রকম অভিযান আরও চালানো হবে জানান পুলিশ প্রশাসন।