নিজস্ব সংবাদদাতা : রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় মামলার স্থানান্তর না করার বিষয়ে হাইকোর্টের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট। প্রধানমন্ত্রীর বৈঠকে আলাপন বন্দ্যোপাধ্যায়ের হাজিরা বিতর্ক নিয়ে মামলা হয়েছিল। ক্যাটের কলকাতা বেঞ্চেই শুনানির নির্দেশ দিয়েছিল আদালত। হাইকোর্টের সেই নির্দেশই খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত।খারিজ হওয়ার কারণ সম্পর্কে বলা হয়েছে, এই মামলায় নির্দেশদানের এক্তিয়ার নেই কলকাতা হাইকোর্টের। ভৌগোলিক এলাকার ভিত্তিতে এই এক্তিয়ার নেই। এ ব্যাপারে আলাপন এক্তিয়ারভূক্ত হাইকোর্টে আবেদন জানাতে পারবেন বলে সুপ্রিম কোর্টের নির্দেশে জানানো হয়েছে। অর্থাৎ, ক্যাটের প্রিন্সিপাল বেঞ্চের নির্দেশকে হাইকোর্টে চ্যালেঞ্জ জানাতে পারবেন আলাপন।